গাইবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে শহরের পৌর শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী।
এতে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা প্রতিষ্ঠায় যুবদল সব সময় মাঠে থাকবে।
শেষে পৌর শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এতে যুবদলের ১১টি ইউনিটের সকল নেতাকর্মী, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/এএম