ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের (ইউএফটিবি) উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ আবু ইউসুফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করেছেন ইসলামিক ইউনিভার্সিটি ইন উগান্ডার (আইইউআইইউ) রেক্টর প্রফেসর ইসমাইল সিম্বওয়া গ্যাজেন্ডা।
সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে উপাচার্যের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আলোচনায় ইউএফটিবি ও ইসলামিক ইউনিভার্সিটি ইন উগান্ডার মধ্যে উদ্ভাবন, গবেষণা ও উন্নত প্রযুত্তি বিনিময়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
এ সময় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সাবেক উপাচার্য প্রফেসর ড. এম ফজলী ইলাহী, ইউএফটিবির ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খানসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
পরে উপাচার্য অতিথিদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ল্যাব ও ক্লাসরুম পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/কেএ