ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট হারিকেন মেলিসা জ্যামাইকা ও কিউবার দিকে ধেয়ে যাচ্ছে।
রবিবার প্রকাশিত এক স্যাটেলাইট ভিডিওতে দেখা গেছে এ চিত্র। হ্যারিকেনটি ক্যাটাগরি ফোরে রূপ নিচ্ছে বলে জানায় কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, এর ফলে বিধ্বংসী বন্যা, ভূমিধস এবং ঝড়ের কবলে পড়তে পারে অঞ্চলগুলো। মেলিসার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ মাইল। তবে জ্যামাইকায় পৌঁছে এটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও জানানো হয়, সোমবার রাত অথবা মঙ্গলবার সকালে দেশটিতে আঘাত হানতে পারে হারিকেন মেলিসা। আর কিউবায় পৌঁছাবে মঙ্গলবার সন্ধ্যায়। আঘাত হানবে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে।
অপরদিকে, দেশজুড়ে প্রায় ৯০০টি আশ্রয় কেন্দ্রে বাসিন্দাদের আশ্রয় নিতে আহ্বান জানিয়েছে জ্যামাইকা কর্তৃপক্ষ।
জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেস বলেছেন, আমি সবাইকে এই আবহাওয়ার হুমকিকে গুরুত্ব সহকারে নেওয়ার আহ্বান জানাচ্ছি। নিজেদের রক্ষা করার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করুন।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, দ্বীপজুড়ে গুদামগুলো পর্যাপ্ত পরিমাণে মজুদ করা হয়েছে এবং প্রয়োজনে দ্রুত বিতরণের জন্য হাজার হাজার খাদ্য প্যাকেজ প্রস্তুত করা হয়েছে। সূত্র: আল-জাজিরা, বিবিসি
বিডি প্রতিদিন/একেএ