পটুয়াখালীর কলাপাড়ায় শতাধিক বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন “বাতিঘর”র সদস্যরা। এ কার্যক্রমে স্থানীয় রাখাইন শিশুরা অংশগ্রহণ করে।
সোমবার দিনব্যাপী মৎস্য বন্দর মহিপুর আলিপুর, কুয়াকাটার বৌদ্ধ বিহার ও খাস পুকুর পাড়ে তারা চারা গাছ রোপণ করেন।
এ সময় বৌদ্ধ বিহার ভিক্ষু উসুচাইতা মহাথেরো, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, আমখোলা পাড়ার মাতুব্বর ম্যাথিউস, বাতিঘরের সভাপতি ইলিয়াস রেজা, সহ-সভাপতি রফিকুল ইসলাম মন্টু ভদ্র, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, হস্তশিল্পী আ. ছত্তার ফকির, কবি হানিফ সরদার উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘর’র সদস্যরা জানান, সংগঠনের সদস্যরা সবুজায়ন কর্মসূচি ২০২৫-এর প্রথম পর্যায়ে আড়াই হাজার তালের বীজ রোপণ করেছে। দ্বিতীয় পর্যায়ে কৃঞ্চচুড়া, রাধাচূড়া, সোনালুসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের তিনশত চারা রোপণের উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় আলীপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও আমখোলা পাড়া এলাকায় বৃক্ষ রোপণের কাজ চলছে।
বিডি প্রতিদিন/এমআই