র্যালি, আলোচনা সভা ও নারীদের উৎপাদিত কৃষিপণ্য প্রদশর্নীর মধ্য দিয়ে ফরিদপরে পালিত হয়েছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১১টায় শহরতলীর চরমাধবদিয়া ইউনিয়নের হাফেজডাঙ্গী গ্রামে একটি র্যালি বের হয়।
র্যালিটি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ভূমি অধিকার, জলবায়ু সহিঞ্চুতা, খাদ্য নিরাপত্তা ও লিঙ্গ সমতা এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাসউদা হোসেন। বিএফএফের নির্বাহী পরিচালক আ.ন.ম ফজলুল হাদি সাব্বিরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, পিডাব্লিউও’র পরিচালক মোঃ হাফিজুর রহমান, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, বাকিগঞ্জ ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক হাসানুর রহমান রিয়াদ,বিএফএফএ’র কোষাধ্যক্ষ জাকিয়া খানম, উপ সহকারী কৃষি কর্মকর্তা সাহানা ইয়াসমিন, বিএফএফ’র মানবসম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা রুম্মানা ফেরদৌসি, কর্মসূচি সংগঠক পারমিতা বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএফএফএ’র হিসাব কর্মকর্তা আশরাফুন্নাহার।
আলোচনা শেষে গ্রামীণ নারীদের উৎপাদিত কৃষি পণ্য প্রদর্শন করা হয়। বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশীপ ফোরাম বিএফএফ’র আয়োজনে এবং এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট এএলআরডি ঢাকার সহযোগীতায় দিবসটিতে ফরিদপুরের বিভিন্ন স্থান থেকে আসা গ্রামীণ নারীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/এএম