ভারতের নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে আন্তর্জাতিক জুজুৎসু খেলোয়াড় ও মার্শাল আর্ট কোচ রোহিণী কালামের মরদেহ। ৩৫ বছর বয়সী এই অ্যাথলেট আত্মহত্যা করেছেন বলে ধারণা স্থানীয় পুলিশের।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, রোহিণীকে প্রথমে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার বোন রোশনি। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় রোহিণীর মা-বাবা কেউই বাড়িতে ছিলেন না।
রোশনি জানান, রোহিণী মার্শাল আর্টের একটি বেসরকারি স্কুলে কোচিং করাতেন এবং চাকরি নিয়ে মানসিক চাপে ছিলেন। ঘটনার দিন সকালে তিনি কারও সঙ্গে দীর্ঘ সময় ফোনে কথা বলেন। এরপর নিজ ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করেন।
রোহিণী কালাম ২০০৭ সালে খেলাধুলার ক্যারিয়ার শুরু করেন এবং ২০১৫ সালে পেশাদার জুজুৎসু খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি হাংজুতে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেন। এছাড়া বার্মিংহামের ওয়ার্ল্ড গেমস-এ একমাত্র ভারতীয় অ্যাথলেট হিসেবে অংশ নিয়েছিলেন এবং এশিয়ান জুজুৎসু চ্যাম্পিয়নশিপে একাধিক পদক জেতেন।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/আশিক