গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন নাগা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল শিক্ষা সামগ্রী বিতরণ ও খেলাধুলার এক প্রাণবন্ত আয়োজন।
সোমবার (২৭ অক্টোবর) বসুন্ধরা শুভসংঘ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নানা শিক্ষা উপকরণ।
শিক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি শিশুদের জন্য আয়োজন করা হয় দৌড়, ‘জলে ডাঙায়’, ‘ঝুড়িতে বল নিক্ষেপ’সহ নানা বিনোদনমূলক প্রতিযোগিতা।
‘জলে ডাঙায়’ খেলায় বিজয়ী হন লামিয়া, ইমা ও অনন্যা, আর ‘ঝুড়িতে বল নিক্ষেপ’ খেলায় পুরস্কার পান রাব্বি, ইমন ও আলি। এছাড়া শ্রেণিকক্ষে আয়োজিত নাচ ও গানের প্রতিযোগিতায় অংশ নেন পাঁচজন শিক্ষার্থী; সবার অংশগ্রহণে ছিল উৎসবমুখর পরিবেশ এবং সকলকে পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। শিশুদের জন্য নাস্তার ব্যবস্থা রাখা হয় এবং সবার জন্য উপহারসামগ্রীও বিতরণ করা হয়। হাসি ও আনন্দে মুখরিত শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ আয়োজক ও অতিথিদের জন্য দিনটিকে এক স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ ও বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, শিশুদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। শুভসংঘের এ ধরনের উদ্যোগ ভবিষ্যত প্রজন্মের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সভাপতি প্রসেনজিৎ রায়, সাধারণ সম্পাদক ফাহিদুল হাসান হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক পৃথীরাজ কংশ বনিক ও তামান্না তাসনিম জোহানা, সাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান স্বর্ণা ও সনজিতা বর্মন, দফতর সম্পাদক সূপর্ণা চ্যাটার্জী, সহযোগী কোষাধ্যক্ষ উর্মি খাতুন, ক্রীড়া সম্পাদক গৌরব রায় অর্ক, শিক্ষা ও পাঠক্রম সম্পাদক লামিয়া লাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রাবণী শ্রাবণ।
দিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহ ছড়িয়ে দেয় এবং সমাজে শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলার বসুন্ধরা শুভসংঘের অঙ্গীকারকে আরও দৃঢ় করে।
বিডি-প্রতিদিন/মাইনুল