চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হুমায়ুন কবির রাউজান থানার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের বাসিন্দা।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, হুমায়ুন কবির ডবলমুরিং থানার অস্ত্র মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ