চট্টগ্রামের হাটহাজারীতে নবম শ্রেণির ছাত্র মো. তানভীর হত্যার চার দিন পর মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাত জনের নাম উল্লেখসহ ১৫ জনকে আসামি করা হয়। শুক্রবার রাতে নিহতের মা রেহেনা আকতার বাদী হয়ে হাটহাজারী থানায় মামলাটি দায়ের করেন।
হাটহাজারী থানার ওসি মনজুর কাদের ভুইয়া বলেন, তানভীর হত্যার ঘটনায় শুক্রবার রাতে একটি মামলা তাদের করা হয়েছে। মামলায় ১৫ জনকে আসামী করা হয়। এরই মধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়- টিফিন বিরতির সময় বাড়ি ফেরার পথে আলীপুর ইসলামিয়া আরাবিয়া তা’লীমুল কোরআন মাদ্রাসার গেটের সামনে আগে থেকেই ওত পেতে থাকা আসামিরা তানভীরকে ঘিরে ফেলে। হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়- ঘটনার কয়েকদিন আগে আলিপুর স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালে একটি ভিডিও ধারণ নিয়ে তানভীরের সাথে দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর বিরোধ দেখা দেয়। এরপর ঘটনার দিন সকালে স্কুলে আবারও তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনায় তানভীর স্কুলের প্রধান শিক্ষকের কাছে মৌখিক অভিযোগ দেন।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে সহপাঠীদের মারধরে গুরুতর আহত হয় নবম শ্রেণির শিক্ষার্থী তানভির। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম