জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ইপিজেড এলাকায় কাভার্ডভ্যানের চাপায় একটি ইজিবাইকে থাকা চার যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে শিশুসহ আরও তিন যাত্রী।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইজিবাইক যাত্রী রাশেদ মিয়া, কৃষক চান মিয়া ও শিক্ষার্থী আরিফা খাতুন। নিহত অন্য এক নারীর পরিচয় তাৎক্ষণিভাবে পাওয়া যায়নি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদ নামের একজন নিহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করান। তাঁদের মধ্য থেকে আরও তিনজন মারা যান। অপর তিনজনের চিকিৎসা চলছে।
বিডি-প্রতিদিন/জামশেদ