বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পল্টনে চলছে ব্যাপক সংস্কার ও প্রস্তুতির কাজ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন দলের দৈনন্দিন কার্যক্রম ও সাংগঠনিক যোগাযোগ আরও সহজে পরিচালনা করতে পারেন- এই লক্ষ্যেই কার্যালয়টিকে আধুনিকভাবে সাজানো হচ্ছে।
দলীয় সূত্রে জানা যায়, কাজের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত। তার নেতৃত্বে অফিসের লজিস্টিক, নিরাপত্তা ও প্রযুক্তিগত উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে চলছে।
এর অংশ হিসেবে বৈঠক কক্ষ, মিডিয়া সেন্টার ও সাংগঠনিক দপ্তরে আধুনিক সরঞ্জাম স্থাপন করা হচ্ছে। নিরাপত্তা জোরদারে বাড়ানো হয়েছে পর্যবেক্ষণ ক্যামেরা ও প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা।
মিল্লাত বলেন, “কেন্দ্রীয় কার্যালয়কে আরও সংগঠিত ও আধুনিক করা হচ্ছে, যাতে কেন্দ্র থেকে মাঠপর্যায়ের সঙ্গে যোগাযোগ ও কার্যক্রম পরিচালনা আরও কার্যকর হয়।”
তিনি আশা প্রকাশ করেন, সংস্কার কাজ শেষ হলে দলের কেন্দ্রীয় কার্যালয় তারেক রহমানের দিক-নির্দেশনা অনুযায়ী পূর্ণাঙ্গ প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সক্ষম হবে।
বিডি প্রতিদিন/আরাফাত