চুয়াডাঙ্গায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ৪০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে। তিন মাসব্যাপী প্রশিক্ষণ শেষে গতকাল দুপুরে চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা উপজেলার অসচ্ছল এসব নারীর হাতে উপহার তুলে দেওয়া হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ সভাকক্ষে উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখা। সংগঠনের সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ। অতিথি ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভীন, সদর হাসপাতালের ওসিসির প্রোগ্রাম অফিসার ইলিন সুলতানা, চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সভাপতি মানিক আকবর, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার নাজমুল হুদা ও মো. মামুন, বসুন্ধরা শুভসংঘ দামুড়হুদা উপজেলার সভাপতি হাজি আবদুল কাদির এবং বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান।
উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় অসচ্ছল নারীরা আগামী দিনে সচ্ছলতার মুখ দেখবে। শুধু সেলাই মেশিন উপহার নয়, সব ধরনের সহযোগিতায় এগিয়ে আসবে বসুন্ধরা শুভসংঘ- এমনটাই প্রত্যাশা সবার। উল্লেখ্য, এর আগের দিন শুক্রবার চুয়াডাঙ্গার ২০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়।