চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগে মো. আজাদ নামে এক যুবককে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। শুক্রবার রাতে খুলশী থানার ফয়েসলেক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আজাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। আজাদ কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার অহেদপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। তিনি আকবরশাহ থানাধীন মাইট্টা গলি এলাকায় ভাড়া বাসায় থাকেন। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোশারফ হোসেন থানায় মামলা দায়ের করেন। গতকাল ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজাদকে আদালতে পাঠায় পুলিশ।
আকবরশাহ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘সন্ত্রাসী আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীর দায়ের করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফয়েসলেক এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, চাঁদাবাজি, মাদক, জুয়া খেলা পরিচালনা, দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে আসছেন আজাদ ওরফে কিরিচ আজাদ। এসব কাজের জন্য নিজেই একটি কিশোর গ্যাং বাহিনী গড়ে তুলেছেন তিনি। তাদের মাধ্যমে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করা হচ্ছে চাঁদা। না দিলেই প্রকাশ্যে মারধর করা হচ্ছে। আজাদের হাত থেকে রিকশাচালক থেকে শুরু করে কেউই বাদ যাচ্ছে না। এ নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল। এরপর কিছুদিনের জন্য গা ঢাকা দিয়েছিল আজাদ। গত বুধবার এলাকায় ফিরে এসে আবারও বিভিন্ন মানুষজনের কাছ থেকে চাঁদা দাবি শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় ফয়েসলেক এলাকার ব্যবসায়ী মোশারফ হোসেনের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আজাদ। এ সময় তার সঙ্গে পাভেল ও শামীম ছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ওই ব্যবসায়ীকে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা ধাওয়া দিলে আজাদ একটি রেস্টুরেন্টে গিয়ে আশ্রয় নেন। সেখানে তাকে ঘিরে রেখে পুলিশকে খবর দিলে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আজাদ গত বছরের ৫ আগস্ট আকবরশাহ থানার ফয়েসলেক পুলিশ তদন্ত কেন্দ্র ভাঙচুর করেছে। তবে রহস্যজনক কারণে এতদিন তাকে গ্রেপ্তার করেনি পুলিশ।