ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ২৪০ মিলিয়ন ডলার পাচার করেছে। অভ্যন্তরীণ দুর্নীতি প্রায় ২৮ লাখ কোটি টাকার ওপরে, যা কল্পনা করা যায় না। এ বাংলাদেশ থেকে তারা আট বছরের বাজেটের পরিমাণ সম্পদ লুটপাট করেছে। তিনি আরও বলেন, যদি এটা দেশের ভিতরে থাকত, যদি ইকোনমি হাব তৈরি করত, যদি ইঞ্জিনিয়ারদের কাজে লাগাত, ডিপ্লোমাদের ইনস্টিটিউটগুলোকে আরও বেশি টেকনিক্যাল ইনস্টিটিউটে পরিণত করত, এখানে সবচেয়ে মেধাবীরা যদি ভর্তি হতে পারত, বুয়েটে পড়ার পর ৬২ শতাংশ বিদেশে চলে যায়, এই ৬২ শতাংশকে যদি দেশে রাখা যেত, গবেষণাগার তৈরি করা যেত, কোটি কোটি টাকা ইনভেস্ট করা যেত, এ দেশ চার বছরের ব্যবধানে একটি স্বাবলম্বী দেশে পরিণত হতো। গতকাল দুপুরে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।