ফেনী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, তৈরি পোশাক ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় এবং চট্টগ্রামের জোরারগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি ২০ লাখ টাকা। গতকাল সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একাধিক দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ
ভারতীয় শাড়ি, পোশাক এবং গরু জব্দ করে। চলতি মাসে দুই কোটি ৯৯ লাখ ১৭ হাজার ১৫৫ টাকার বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।