নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার লেংগুরদী এলাকায় সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, লেংগুরদী এলাকায় কাজী আবু হানিফ মাস্টারের একতলা বাড়ির রান্নাঘরের জানালা ভেঙে ১০-১২ জনের ডাকাত দল ভেতরে প্রবেশ করে। দেশীয় অস্ত্র নিয়ে তারা বাড়ির লোকজনকে ভয় দেখিয়ে নগদ তিন লাখ ৫৬ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার, দুটি স্মার্ট ফোন এবং দুটি বাটন ফোন লুট করে নিয়ে যায়। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন বলেন, রাতে একটি ডাকাতির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন ও দোষীদের আটকের চেষ্টা চলছে।