কুমিল্লা নামে বিভাগ দাবিতে সমাবেশ ও মিছিল করা হয়েছে। গতকাল চৌদ্দগ্রাম উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে চৌদ্দগ্রাম এইচ জে পাইলট হাই স্কুল মাঠে সমাবেশ ও মিছিল করা হয়।
মো.কাজী এনামুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, ১৯৮৯ সাল থেকে প্রথম কুমিল্লাকে বিভাগ ঘোষণার জন্য কুমিল্লাবাসী দাবি জানিয়ে আসছে। দেশের পঞ্চম বিভাগ হিসেবে কুমিল্লাকে কুমিল্লা নামেই বিভাগ ঘোষণার কথা ছিল। কিন্তু কুচক্রী মহলের অপতৎপরতায় তখন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হয়নি। বক্তারা আরও বলেন, কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করে তা বাস্তবায়ন করতে হবে।