ধর্মকে ভোটের হাতিয়ার বানানো একটি বিশেষ মহলের কাজ উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, ‘ধর্ম আমাদের আত্মার শান্তির জন্য, ভোটের জন্য নয়। যারা বলে অমুক মার্কায় ভোট দিলে বেহেশত মিলবে, তারা আল্লাহর দীনকে উপহাস করছে।’ গতকাল খুলনার রূপসা শ্রীফলতলা ইউনিয়নের ২, ৩, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড মহিলা দলের নির্বাচনি সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের রাজনীতিকে মানুষের প্রতি নিপীড়ন ও অত্যাচারের রাজনীতি উল্লেখ করে তিনি বলেন, গত ১৭ বছরে তারা জনগণকে শুধু কষ্ট দিয়েছে।
এজন্য তারা রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এক বছরের মধ্যেই ১ কোটি বেকারের কর্মসংস্থান করবে। খুলনার শিল্পকারখানা বন্ধ হওয়া ও বেকারত্বের চিত্র তুলে ধরে হেলাল বলেন, মানুষ কাজের অভাবে দিশাহারা। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা রক্ষায় ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড চালু করা হবে, যার মালিক হবেন পরিবারের মা বা বোন।
সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা মহিলা দলের সভাপতি তসলিমা খাতুন ছন্দা। সভাপতিত্ব করেন নার্গিস বেগম।