কক্সবাজারের উখিয়া রেজুখালে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র মোহাম্মদ ফরহাদের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকাল ৭টায় নিখোঁজ হওয়ার স্থান থেকে তার মরদেরহ উদ্ধার করে কোস্টগার্ড।
ফরহাদ স্থানীয় আবদুল হালিম প্রকাশ আক্কল আলীর ছেলে। সে সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
এর আগে, শনিবার বিকাল ৩টায় জালিয়াপালং ইউনয়নের উত্তর সোনারপাড়াস্থ রেজুখালে বাবার সঙ্গে মাছ ধরার ডিঙ্গি নৌকা থেকে পড়ে যায় ফরহাদ। তাৎক্ষণিক অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার জানিয়েছেন, বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে ফরহাদ নামে এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পেয়ে কোস্টগার্ড ও দমকলবাহিনীর কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়।
বিডি-প্রতিদিন/তানিয়া