নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকার একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার সকালে এ বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। তারা ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ৬ জনের দুই থেকে ২৮ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। সবার অবস্থাই গুরুতর।
কারখানাটির শ্রমিকরা জানান, সকালে কারখানাটির নিচতলায় বয়লার রুমে কাজ করছিলেন তারা। সাড়ে ৮টার দিকে ওই রুমে গ্যাসলাইন থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন জ্বলে ওঠে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটতে পারে। তদন্ত প্রতিবেদন আসার পর বিস্তারিত জানাতে পারবো।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ওই কারখানা কর্তৃপক্ষ আমাদের কিছু জানায়নি। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।