নরসিংদীর রায়পুরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনগণের দোরগোড়ায় ৩১ দফার বার্তা পৌঁছে দিতে এ কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২৬ অক্টোবর) লিফলেট বিতরণ করা হয়।
নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক এমএন জামান এবং জেলা বিএনপির সহ-সভাপতি জামাল আহাম্মেদ চৌধুরীর নেতৃত্বে এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমান, সাবেক মেয়র আব্দুল কুদ্দুসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/জামশেদ