কুমিল্লার হোমনা উপজেলার পাঁচকিত্তা এলাকায় এক কৃষকের ২০ শতক জমির লাউগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার রাতের কোনো এক সময় মুরাদনগর ও হোমনা উপজেলার সীমানা ঘেঁষা তিতাস নদীর পাড়ে এ ঘটনা ঘটে। রবিবার (২৬ অক্টোবর) সকালে খেতে গিয়ে গাছ কাটা অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন কৃষক ইব্রাহিম মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচকিত্তা গ্রামের কৃষক ইব্রাহিম মিয়ার নিজের কোনো জমি নেই। তিনি অন্যের কাছ থেকে জমি ইজারা নিয়ে সবজি চাষ করেন। এ বছর কিস্তিতে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে তিনি ২০ শতক জমিতে আগাম মৌসুমে লাউ চাষ করেন। রবিবার সকালে ক্ষেতে গিয়ে দেখেন তার শতাধিক লাউগাছ কেটে ফেলা হয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, এটি পরিকল্পিতভাবে ফসলের ক্ষতি করার উদ্দেশ্যে করা হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
কৃষক ইব্রাহিম মিয়া বলেন, ‘আর কয়েকদিন পরেই লাউগুলো বিক্রির উপযোগী হতো। আনুমানিক দুই লাখ টাকার লাউ বিক্রি করার আশা ছিল। কিন্তু এক রাতেই সব শেষ হয়ে গেল।’
তিনি আরও জানান, ‘লাউ চাষের ওই জমিটি অন্য একজন ভাড়া নিতে চেয়েছিলেন। পরে তিনি না পেয়ে ক্ষুব্ধ হয়ে এ কাজ করতে পারেন বলে আমার ধারণা।’ ইতোমধ্যে তিনি বিষয়টি নিয়ে হোমনা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন।
হোমনা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, ‘ঘটনাটি আমাদের নজরে এসেছে। আমরা দ্রুত জমিটি পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর প্রতিবেদন পাঠাব। ভুক্তভোগী কৃষক যেন ন্যায্য বিচার পান, সে বিষয়ে প্রশাসন কাজ করবে।’
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। একজন পরিশ্রমী কৃষকের এমন ক্ষতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
বিডি-প্রতিদিন/জামশেদ