জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে এবার প্রার্থিতা ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) উপদেষ্টামণ্ডলীর সদস্য ও গণতান্ত্রিক মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপিকা মোছা. কারিমা খাতুন।
শনিবার বিকেলে তিনি কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি জানান, এলডিপির পক্ষ থেকে জয়পুরহাট-২ আসনে মনোনয়ন পেয়ে তিনি মাঠে নেমেছেন। এলাকার উন্নয়নে এলডিপির ছাতা মার্কায় ভোট চান তিনি। আগামী সংসদ নির্বাচনে মার্কা দেখে নয়, ব্যক্তি দেখে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় সঞ্চালনা করেন এলডিপি কালাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন মাত্রাই ইউনিয়ন এলডিপির সভাপতি মমতাজুর রহমান।
এ সময় আরও বক্তব্য রাখেন এলডিপির বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কালাই উপজেলা এলডিপির সভাপতি আব্দুল মান্নান ও ক্ষেতলাল উপজেলা এলডিপির আহ্বায়ক শফিকুল ইসলাম।
বিডি প্রতিদিন/কেএ