বরিশাল নগরীর একটি ভাড়া বাসার গুদাম থেকে নকল ব্যান্ডরোলযুক্ত বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল-৩। রবিবার দুপুরে নগরীর কাশিপুর মুখার্জী বাড়ি পুল সংলগ্ন খান মঞ্জিলের নিচতলায় অবস্থিত একটি ভাড়াটিয়া গুদামে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল-৩ এর সহকারী রাজস্ব কর্মকর্তা আরিফুল ভুইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে গুদামে থাকা ব্যবসায়ীরা পালিয়ে যান। পরে ভবন মালিক ও পুলিশের উপস্থিতিতে গুদামের তালা ভেঙে তল্লাশি চালানো হলে ওসাকা ও ব্ল্যাক ব্র্যান্ডের নকল ব্যান্ডরোলযুক্ত ৫০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।
কর্মকর্তা আরিফুল ভুইয়া আরও জানান, সিগারেট মজুদকারীদের খবর দেওয়া হলেও কেউ উপস্থিত হয়নি। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আশফাক