মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি গ্রামে রাতের আঁধারে নদী থেকে লোকালয়ে কুমির উঠে আসায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুকুর পাড়ে দেখা কুমিরটি দেখে স্থানীয় বাসিন্দারা নিরাপদে থাকতে প্রশাসনের কাছে সাহায্যের অনুরোধ জানিয়েছেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, কুমিরটি প্রায় ৬-৭ ফুট লম্বা। শুক্রবার রাত ১টার দিকে পথচারী মো. রানা ওরফে মধু পুকুর পাড়ে গৃহস্থের গোয়াল ঘরের কাছে কুমিরটি দেখতে পান। আতঙ্কিত হয়ে তিনি আশপাশের লোকজনকে ডাকেন। এরপর স্থানীয়রা কুমিরটি দেখে এবং টর্চ লাইটের আলোতে ছবি তুলতে চাইলে কুমিরটি কচুরিপানা ভর্তি পুকুরে চলে যায়।
শনিবার রাত সাড়ে ৩টার দিকে কুমিরটি আবার লোকালয়ে উঠে আসে। স্থানীয় এক ব্যক্তি অল্প সময়ের জন্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে সক্ষম হন। এরপর কুমিরটি পুনরায় পুকুরে চলে যায়।
স্থানীয় এক বাসিন্দা বলেন, "রাতে ডাকচিৎকার শুনে পুকুর পাড়ে আসি। কুমিরটি দেখে খুব ভয় পেয়েছি। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক যাতে কুমিরটি নিরাপদে উদ্ধার করা যায়।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেছার উদ্দিন জানান, ঢাকা বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এছাড়া জনসাধারণকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে যাতে কুমিরকে কোনো ধরনের আঘাত না করা হয়।
বিডি প্রতিদিন/মুসা