গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ছট পূজা উদযাপিত হয়েছে। রবিবার বিকেলে শহরসংলগ্ন ঘাঘট নদীর তীরে সনাতন ধর্মাবলম্বীদের এই গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো—বাঙালি হিন্দুরা সাধারণত এই পূজা পালন করেন না।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছর কালীপূজার পর শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে পূণ্যার্থীরা ছট পূজা পালন করেন। ঢোলের তালে মুখরিত হয়ে ওঠে নদীর তীর, আর ভক্তদের পদচারণায় জমে ওঠে পূজাস্থল।
স্বামী, সন্তান ও সংসারের মঙ্গল কামনায় হিন্দু সম্প্রদায়ের নারীরা বাড়ি থেকে ফলমূল, নিজ হাতে তৈরি মিষ্টান্ন ও আটার ঠেকুয়াসহ নানা প্রসাদ সাজিয়ে নদীর তীরে সূর্যের উদ্দেশে প্রার্থনা করেন।
সূর্যাস্তের ঠিক আগে পূণ্যার্থীরা নদীতে স্নান করে কোমর পানিতে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে কুলায় সাজানো প্রসাদ নিয়ে পূজা দেন। সূর্য অস্ত গেলে তাঁরা সেই প্রসাদ সঙ্গে নিয়ে ফিরে যান বাড়িতে।
ধোপা, হরিজনসহ অবাঙালি হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই ছট পূজা বিশেষ উৎসাহ ও জাঁকজমকের সঙ্গে পালিত হয়ে আসছে।
বিডি-প্রতিদিন/আশফাক