খাদ্য-পানীয়ের সংকটে বিপর্যস্ত গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। মানবিক এই উদ্যোগে নিজেদের খাবারের অংশ বাঁচিয়ে পুনাক সদস্যরা গাজাবাসীর জন্য খাদ্য সহায়তা পাঠিয়েছেন। দুই দফায় পাঠানো এসব অনুদান ক্ষুধার্ত মানুষের কাছে পৌঁছে দিয়েছে মাস্তুল ফাউন্ডেশন।
রবিবার এ তথ্য জানিয়েছেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুর। পুনাকের সভানেত্রী আফরোজা হেলেনের নেতৃত্বে সংগঠনের সদস্যরা এই উদ্যোগ নেন।
সভানেত্রী আফরোজা হেলেন বলেন, ‘এ অর্জন পুনাকের প্রতিটি সদস্যের। প্রতিটি সদস্যের আন্তরিকতা ও মানবিক অনুভূতির প্রতিফলনই আমাদের এই সহায়তা কর্মসূচি। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
তিনি গাজাবাসীর জন্য সহায়তা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় মাস্তুল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
করোনাকাল থেকেই পুনাক নানামুখী সামাজিক ও মানবিক সহায়তায় সক্রিয় ভূমিকা রেখে আসছে। সংগঠনটি এর আগে করোনাকালে ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ, শীতবস্ত্র ও চিকিৎসা সহায়তা, বন্যার্তদের অনুদান, নলকূপ প্রতিস্থাপন, রিকশাচালকদের মাঝে রেইনকোট বিতরণ, প্রত্যন্ত অঞ্চলে চোখের ছানি অপারেশন, যুদ্ধাহতদের চিকিৎসা ও তাঁদের কন্যাসন্তানদের শিক্ষার সহায়তাসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করেছে।
পুনাকের এই সাম্প্রতিক উদ্যোগে পুলিশের নারী সদস্যদের মানবিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মন্তব্য করেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/মাইনুল