টানা বৃষ্টিতে ঘর থেকে বের হওয়ার পর স্মাটফোনের সুরক্ষা নিয়ে চিন্তিত থাকেন সবাই। এসময় পানি থেকে স্মার্টফোন সুরক্ষিত রাখা খুবই মুশকিল। ওয়াটার প্রুফ না হলে আংশিক কিংবা পুরোপুরি ভিজে মোবাইল ফোনটি ড্যামেজ হয়ে যেতে পারে।
এক্ষেত্রে বৃষ্টি থেকে ডিভাইসটি রক্ষায় কিছু নিয়ম মেনে চলা উচিত।
. স্মাটফোনের ওয়েদার অ্যাপের ব্যবহার করা। এই অ্যাপটির মাধ্যমে বৃষ্টির পূর্বাভাস এর নিয়ম মেনে চলা।
. বৃষ্টির দিন ওয়াটার প্রুফ ব্যাগ ব্যবহার করা যেতে পারে। এতে পানিতে ফোন নষ্ট হওয়ার ঝুঁকি এড়ানো সম্ভব হয়।
. বৃষ্টির দিনে ওয়াটার প্রুফ মোবাইল কভার যেতে পারে। এতে দিনের দিন পর দিন ফোনের সুরক্ষা নিশ্চিত করা যায়।
কোনো কারণে বৃষ্টিতে ফোন ভিজেই যা করবেন-
. পানি থেকে ফোন ওঠানো মাত্রই তা আগে বন্ধ করতে হবে। ডিভাইসে পানি প্রবেশের পরে ব্যবহার করলে শর্ট সার্কিট হতে পারে। ফলে যত দ্রুত সম্ভব ডিভাইস বন্ধ করতে হবে।
.পানিতে পড়লে ফোনের বাইরের অংশ ও স্ক্রিন পরিষ্কার করতে হবে। নরম কাপড় ও টিস্যু নিতে হবে। এছাড়া ডিভাইসের ভেতরে থাকা সিমকার্ড, মেমোরি কার্ড বা বিশেষ কোনো কার্ড থাকলে তা খুলে রাখতে হবে। অন্যদিকে ব্যাককভার, চার্জার, হেডফোন এ ধরনের ডিভাইস থেকে সব ধরনের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে।
অনেকেই পানিতে পড়া বা বৃষ্টিতে ভেজা ফোন শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করেন। কিন্তু এতে সার্কিট ও ব্যাটারির স্থায়ী ক্ষতি হওয়ার ঝুঁবি রয়ে যায়। বরং ডিভাইসকে বাতাসে বা ফ্যানের নিচে রেখে শুকাতে হবে। তাছাড়া পানিতে ফোন ভিজে গেলে সিলিকা প্যাকেটের ভেতরে ফোন রাখা ভালো। আদ্রতা শোষণে এটি সহায়ক পদ্ধতি। পুরোপুরি ভিজে যাওয়া ফোনকে টানা কয়েক ঘণ্টা বন্ধ রাখতে হবে।
বৃষ্টিতে ভেজা বা পানিতে পড়া ফোন শুকানোর পর অন্তত কয়েক ঘণ্টা বন্ধ রাখতে হবে। পরে তা অন করা ভালো। অপেক্ষার পর যদি ফোন সচল না হয়, কয়েক ঘণ্টা ঘণ্টা চার্জ দেওয়ার পর আবার সচল করার চেষ্টা করতে হবে। এতেও যদি ডিভাইস অন না হয়, তখন সার্ভিস সেন্টারের শরণাপন্ন হতে হবে।
বিডি প্রতিদিন/কামাল