কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন শুধু প্রযুক্তির অগ্রগতির প্রতীক নয়, বরং দৈনন্দিন জীবন, শিক্ষা ও কর্মক্ষেত্রের অবিচ্ছেদ্য অংশ। শিল্প, ব্যবসা ও গবেষণার প্রতিটি ধাপেই এআই-এর ব্যবহার বাড়ছে দ্রুতগতিতে। সময়োপযোগী এই দক্ষতা সহজলভ্য করতে গুগল সম্প্রতি বিনা মূল্যে পাঁচটি নতুন এআই প্রশিক্ষণ কোর্স চালু করেছে।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনলাইন প্রোগ্রামগুলো শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য উন্মুক্ত—যেখানে অংশগ্রহণকারীরা নিজ নিজ কাজ ও ব্যবসায়ে এআই প্রযুক্তিকে কার্যকরভাবে প্রয়োগের উপায় শিখতে পারবেন।
গুগলের পাঁচটি প্রধান এআই প্রশিক্ষণ কোর্স
১. প্রম্পটিং এসেনশিয়ালস (Prompting Essentials)
সময়: ৬ ঘণ্টা | অনলাইন | বিনামূল্যে
এই কোর্সে শেখানো হবে কার্যকর ও স্পষ্ট প্রম্পট তৈরি করার কৌশল, যা জেনারেটিভ এআই টুল ব্যবহারে নির্ভুল ফলাফল পেতে সাহায্য করবে। এতে প্রম্পট লেখার পাঁচটি মূল ধাপ, ডেটা বিশ্লেষণ, প্রেজেন্টেশন তৈরিসহ দৈনন্দিন কাজে সময় সাশ্রয়ের কৌশল আলোচনা করা হয়েছে।
২. এআই এসেনশিয়ালস (AI Essentials)
সময়: ৫ ঘণ্টা | স্ব-শিক্ষামূলক
সব ধরনের শিল্প ও অভিজ্ঞতার স্তরের মানুষের জন্য এই কোর্সটি তৈরি। এখানে শেখানো হয়—কীভাবে দায়িত্বশীলভাবে জেনারেটিভ এআই ব্যবহার করতে হয়, কীভাবে প্রম্পটে যথাযথ তথ্য দিতে হয়, এবং কীভাবে এআই সিস্টেমে পক্ষপাত কমিয়ে ফলাফলকে নির্ভরযোগ্য করা যায়।
৩. ছোট ব্যবসার জন্য এআই (AI for Small Business)
ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ডিজাইন করা এই কোর্স শেখাবে—ব্যবসার উন্নয়নে উপযোগী এআই টুল নির্বাচন ও প্রয়োগের কৌশল। যেমন গ্রাহক সেবা উন্নয়ন, ইনভেনটরি ব্যবস্থাপনা বা তথ্য বিশ্লেষণে এআই ব্যবহারের বাস্তব অনুশীলন থাকবে এতে।
৪. শিক্ষাবিদদের জন্য জেমিনি জেনারেটিভ এআই (Generative AI for Educators with Gemini)
সময়: ২ ঘণ্টা
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি এই কোর্সে দেখানো হয়েছে—কীভাবে জেমিনি মডেল ব্যবহার করে নতুন শিক্ষামূলক কনটেন্ট তৈরি, পাঠ পরিকল্পনা প্রস্তুত বা কুইজ ডিজাইন করা যায়। এর মাধ্যমে সময় বাঁচিয়ে পাঠদানকে আরও সৃজনশীল ও ব্যক্তিকেন্দ্রিক করা সম্ভব।
৫. শিক্ষার্থীদের জন্য এআই (AI for Students)
এই প্রোগ্রাম শিক্ষার্থীদের শেখাবে—এআই ব্যবহার করে কীভাবে হোমওয়ার্ক, পরীক্ষা প্রস্তুতি, লেখালেখি ও চাকরির প্রস্তুতিতে দক্ষতা বাড়ানো যায়। এআই টুলের মাধ্যমে দ্রুত তথ্য বিশ্লেষণ, প্রবন্ধ লেখার কাঠামো তৈরি এবং মক ইন্টারভিউ অনুশীলনের সুযোগ থাকছে এতে।
গুগল জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো সমাজের সব শ্রেণির মানুষের জন্য এআই শিক্ষা সহজলভ্য করা। প্রতিষ্ঠানটির মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে জ্ঞান বাড়লে তা কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি প্রতিদিন/আশিক