কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিক গুগলের সঙ্গে ক্লাউড সেবা সংক্রান্ত একটি বড় চুক্তি নিয়ে আলোচনা করছে। ব্লুমবার্গ নিউজের তথ্যে বলা হয়েছে, এই চুক্তির সম্ভাব্য মূল্য কয়েক দশ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।
এখনও চুক্তিটি চূড়ান্ত হয়নি। আলোচনায় গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট অ্যানথ্রপিককে অতিরিক্ত ক্লাউড কম্পিউটিং সেবা দেওয়ার প্রস্তাব রেখেছে। এই সেবা কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল প্রশিক্ষণ ও পরিচালনায় ব্যবহৃত হবে।
অ্যানথ্রপিক হলো জনপ্রিয় ‘ক্লড’ চ্যাটবটের নির্মাতা, যা ওপেনএআইয়ের চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। সংস্থাটির প্রধান বিনিয়োগকারীদের মধ্যে গুগল ও আমাজন রয়েছে।
রয়টার্সের তথ্যমতে, অ্যানথ্রপিক আগামী বছরে তার বার্ষিক রাজস্ব দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। এর মূল কারণ হলো এর ব্যবসায়িক কৃত্রিম বুদ্ধিমত্তা পণ্যের দ্রুত গ্রহণযোগ্যতা।
প্রতিষ্ঠানটি ২০২৫ সালের শেষ নাগাদ বছরে ৯ বিলিয়ন ডলারের রাজস্ব অর্জনের লক্ষ্যে এগোচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, এই চুক্তি বাস্তবায়িত হলে গুগল ও অ্যানথ্রপিক উভয়েই কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে পারবে।
বিডিপ্রতিদিন/কবিরুল