জনপ্রিয় ইনস্টাগ্রাম অ্যাপে আসছে বড় ধরনের ডিজাইন পরিবর্তন। প্ল্যাটফর্মটির প্রধান অ্যাডাম মসেরি ঘোষণা করেছেন, কিছু ব্যবহারকারী এখন পরীক্ষামূলকভাবে নতুন মেনুবার ব্যবহার করতে পারবেন, যেখানে রিলস ও ডিএম-এর জন্য আলাদা ট্যাব থাকবে।
এই নতুন বিন্যাসে সার্চ ও রিলস ট্যাবের অবস্থান বদল করা হয়েছে এবং পোস্ট তৈরির জায়গায় এসেছে ডিএম (DM) ট্যাব। মসেরির মতে, রিলস ও ব্যক্তিগত মেসেজিং বা ডিএম ইনস্টাগ্রামের প্রবৃদ্ধির প্রধান উৎস হওয়ায় মেটা এ দুটিকে অ্যাপের মূল ফোকাস করতে চাইছে।
এই পরিবর্তন ব্যবহারকারীদের অভ্যাস পরিবর্তনেরই প্রতিফলন; যেখানে ভিডিও কনটেন্ট দেখা ও ব্যক্তিগতভাবে বন্ধুদের সঙ্গে চ্যাট করা জনপ্রিয় হয়ে উঠছে। এই নতুন ডিজাইন ইনস্টাগ্রামকে সম্পূর্ণ নতুন চেহারা দিতে পারে।
বিডি প্রতিদিন/এমআই