ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরের নন্দলালপুরা এলাকায় গত মঙ্গলবার প্রায় ২৪ জন ট্রান্সজেন্ডার একযোগে আত্মহত্যার চেষ্টা করেছেন। তারা ফিনাইল বা ফ্লোর ক্লিনার পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের সবাইকে মহারাজা যশবন্তরাও হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে পুলিশ জানিয়েছে।
ইন্দোরের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিআর) আনন্দ কালাগদি জানান, স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, গণ-আত্মহত্যার পেছনে দুই ট্রান্সজেন্ডার গোষ্ঠীর দীর্ঘদিনের দ্বন্দ্ব ও রেষারেষি দায়ী। একটি গোষ্ঠীর নেতার বিরুদ্ধে অন্য গোষ্ঠীর সদস্যদের হেনস্তা করার অভিযোগ উঠেছে।
তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, সম্প্রতি সাংবাদিক পরিচয়ে আসা দুই ব্যক্তি একজন ট্রান্সজেন্ডারকে ধর্ষণ, ব্ল্যাকমেল ও হুমকি দিয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী পুলিশে অভিযোগ দায়ের করেন এবং একটি এফআইআর নথিভুক্ত হয়।
অতিরিক্ত ডিসিআর (ক্রাইম) রাজেশ দান্ডোতিয়া জানিয়েছেন, অভিযুক্তদের নাম অক্ষয় এবং পঙ্কজ। তাঁরা গত ১২ জুন ভুক্তভোগীকে ব্ল্যাকমেল ও নির্যাতন করেছিলেন। তবে পুলিশ এখন পর্যন্ত গণ-আত্মহত্যার সঙ্গে যৌন হেনস্তার সরাসরি সংযোগের বিষয়ে মন্তব্য করেনি এবং উভয় ঘটনাই পৃথকভাবে তদন্তাধীন।
সোর্সঃ মিন্ট
বিডি প্রতিদিন/আশিক