খুলনা জেলা কারাগারে বন্দি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের কয়েকজন কমবেশি আহত হয়। শনিবার (১৮ অক্টোবর) বিকেলের পর এ ঘটনা ঘটে।
খুলনা জেলা কারাগারের জেলার মুনীর হুসাইন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কারাগারে সম্প্রতি আসা হাজতিদের সঙ্গে পূর্বপরিচিত কয়েকজন শনিবার বিকেলে সামনাসামনি হয়। এ সময় একে অপরকে তিরস্কার কথা বলে। এ নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।
একটি সূত্র জানিয়েছে, মাদককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। কারাগারের মধ্যে বন্দি দুই পক্ষের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জেলা কারাগারের কর্মকর্তারা বিষয়টি নিরসন করেছেন।
বিডি প্রতিদিন/কেএইচটি