গাজীপুরের টঙ্গীতে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ওই কিশোরীর নাম নওশিন আক্তার ঝুমা (১২)। সে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার উত্তর পালাহার গ্রামের নূরুল ইসলামের মেয়ে।
ঝুমা টঙ্গীর দত্তপাড়া এলাকায় জনৈক বাদল মিয়ার ভাড়া বাড়িতে নানি রহিমা বেগমের সাথে বসবাস করতেন। টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশ উদ্ধার করে মযনাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
পুলিশ জানায়,ঝুমা টঙ্গীর দত্তপাড়া জহির মার্কেট এলাকার প্রিন্টিং কারখানায় সহকারী হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার সকালে কারখানায় কাজে যোগ দেয় ঝুমা। কিছুক্ষণ পর কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চাইলে কারখানা কর্তৃপক্ষ তাকে ছুটি দেয়নি। এরই একপর্যায়ে ছুটি না নিয়ে কারখানা থেকে বেরিয়ে বাাসয় চলে যান। এ সময় নাতনিকে একা বাসায় রেখে নানি রহিমা বেগম খাবার সামগ্রী আনতে দোকানে যান। কিছুক্ষণ পর বাসায় ফিরে এসে ওই কক্ষের সিলিংয়ে সাথে গলায় ওঁড়না প্যাঁচানো ঝুমার ঝুলন্ত নিথর দেহ দেখতে পেয়ে আশপাশের লোকজনদের ডাকেন। পরে আশপাশের লোকজন এগিয়ে পুলিশে খবর পাঠান।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ কায়সার আহমেদ বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম