পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পালিত হয়েছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। বেসরকারি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে শনিবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে অর্ধশতাধিক গ্রামীণ নারী উদ্যোক্তা, স্বনির্ভর নারী সদস্য ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করে।
পরে “গ্রামীণ নারী: সহনশীলতা, উদ্ভাবন ও খাদ্য নিরাপত্তার চালিকা শক্তি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিঁড়ি’র নির্বাহী পরিচালক চান চান। বক্তব্য রাখেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা সিকোডা’র নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান, সেচ্ছাসেবী সংগঠন রিও’র নির্বাহী পরিচালক সাইদুর রহমান সাইদ প্রমুখ। বক্তারা গ্রামীণ নারীদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ কার্যক্রমে অংশগ্রহণ এবং উৎপাদনমুখী কর্মসংস্থানে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এএম