বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আমাদের দলে বিচার ব্যবস্থা রয়েছে। যারা অপকর্মে জড়িত হয়েছেন, প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারও কমিটি বাতিল করা হয়েছে, কাউকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং কারও বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন একটি চাইনিজ রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দলীয় নেতা-কর্মীদের অনিয়ম-অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির সর্বোচ্চ পর্যায়ের নীতিমালা রয়েছে। ইতোমধ্যে সাত হাজার নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নেই, যারা এত বড় পদক্ষেপ নিয়েছে। অপরাধ করলে কেউ পার পায় না—অপরাধ করলে বিচার হবেই।
জুলাই আন্দোলনে নিহত গণমাধ্যমকর্মীদের প্রসঙ্গে মামুন মাহমুদ বলেন, চব্বিশের আন্দোলনে পাঁচজন গণমাধ্যমকর্মী শহিদ হয়েছেন। দলের পক্ষ থেকে তাদের পরিবারকে সহযোগিতা করা হবে, যাতে তারা স্বচ্ছলভাবে জীবনযাপন করতে পারেন। নারায়ণগঞ্জে শহিদ রিয়া গোপের নামে স্টেডিয়ামের নামকরণ ঘোষণা দেওয়া হয়েছে। আরও কিছু উদ্যোগ প্রক্রিয়াধীন।
সাংবাদিকদের নামে দায়ের করা মামলার বিষয়ে তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। প্রশাসনের সঙ্গে কথা হয়েছে—যেন কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার না হন। যাদের মিথ্যা মামলায় আসামি করা হয়েছে, তদন্ত শেষে তাদের নাম চার্জশিট থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল