মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সিপাহী এবং ওয়্যারলেস অপারেটর চাকরির পরীক্ষায় অনিয়মের কারণে ১৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অভিযান চালিয়ে ৫ জনকে প্রযুক্তিনির্ভর প্রতারণার সরঞ্জামসহ এবং ১৩ জন প্রক্সি পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়।
ঘটনাস্থলেই ডিএনসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে দোষীদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন ডিএনসির সহকারী পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) মোস্তাক আহমেদ।
তিনি বলেন, অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় সিপাহী পদে ১ হাজার ৮২ জন এবং ওয়্যারলেস অপারেটর পদে ১২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এসব পরীক্ষায় অনিয়মের কারণে ১৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ সময় উদ্ধার করা হয় অত্যাধুনিক স্পাই কমিউনিকেশন যন্ত্র, যার মাধ্যমে পরীক্ষার্থী বাইরে থাকা সহযোগীদের সঙ্গে গোপন কথোপকথন চালাতে পারত।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন