রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধে শুক্রবার (১৭ অক্টোবর) তৃতীয়বারের মতো হোয়াইট হাউজে বৈঠকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এ কথা বলেন ট্রাম্প।
জেলেনস্কিকে ‘স্পষ্ট ও সরাসরি’ বক্তব্যে ট্রাম্প জানান, এ মূহূর্তে ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দেওয়া হবে না। যেগুলো রাশিয়ায় আঘাত হানতে পারে।
ট্রাম্প বলেন, আশা করি ইউক্রেনের টমাহক ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হবে না, আশা করি আমরা টমাহকদের কথা না ভেবেই যুদ্ধ শেষ করতে পারব।
বৈঠক শেষ হওয়ার পর ট্রাম্প যুদ্ধের বর্তমান অবস্থার ওপর যুদ্ধবিরতি চুক্তি করার ওপর জোর দেন। অর্থাৎ রুশ বাহিনী ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে সেগুলো তাদের অধীনে রেখেই ইউক্রেনকে যুদ্ধবিরতি করতে হবে।
জেলেনস্কি বলেন, তিনি ও প্রেসিডেন্ট ট্রাম্প দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে আলাপ করেছেন। তবে এ বিষয়ে জনসমক্ষে ‘আমরা কোনো কথা না বলার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, যুক্তরাষ্ট্র চায় না (মস্কোর সঙ্গে) উত্তেজনা তৈরি হোক’।
এ সময় বিবিসির এক প্রশ্নের জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন। আমাদের জনগণ আতঙ্কে আছেন যে যদি (যুদ্ধবিরতি) হয়, তাহলে আমাদের যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন, যাতে পুতিন আবার আগ্রাসন না চালাতে পারেন।’
জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ ফোনালাপ হয় ট্রাম্পের। ওই ফোনালাপে দুই নেতা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠকে বসার বিষয়ে সম্মত হয়েছেন। তবে বৈঠকের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
সূত্র : বিবিসি।
বিডি-প্রতিদিন/বাজিত