রাজশাহীর পবা উপজেলার বাকসারা মোড় এলাকায় ধান খেত থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৯টার দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, শনিবার সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। লাশের পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
এলাকাবাসী জানান, মৃত নারীর শরীরে কোনো কাপড় ছিল না। ফলে স্থানীয়দের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে।
পুলিশ জানায়, সিআইডি নমুনা নেওয়ার পর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/বাজিত