বসুন্ধরা সিটি শপিং মলে ষষ্ঠ আউটলেটের বর্ণাঢ্য উদ্বোধন করেছে ইয়োয়োসো বাংলাদেশ। দুবাই থেকে অনুপ্রাণিত হয়ে ঢাকায় ইয়োয়োসোর এ চমৎকার আয়োজনটিতে নীল ও গোলাপি রঙের ২ হাজার বেলুন ব্যবহার করা হয়। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরের ব্লক সি ও ডির মূল এস্কেলেটরের পেছনে অবস্থিত এ নতুন আউটলেটে সাশ্রয়ী মূল্যে ইয়োয়োসোর নান্দনিক লাইফস্টাইল ও হোম পণ্যসমূহ পাওয়া যাবে।
গতকাল সন্ধ্যায় ফিতা কাটার মাধ্যমে স্টোরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ এহসান রেজা, ফকির অ্যাপারেলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফকির মনিরুজ্জামান এবং ইয়োয়োসো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মোনজারিন জামান। উদ্বোধনী অনুষ্ঠানে সংগীতানুষ্ঠানের পর পরই নীল ও গোলাপি বেলুনের রঙিন আলোয় পুরো স্থানটি এক উৎসবমুখর আবহে ভরে ওঠে। বেলুনের বর্ণিল দৃশ্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। ক্রেতা, পরিবার ও শুভানুধ্যায়ীর ভিড়ে শপিং মলটি মুখর হয়ে ওঠে। পরে এ ব্র্যান্ডের অব্যাহত সফলতা ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।