ওয়ানডে ফরম্যাটে হতাশাজনক পারফরমেন্স পিছনে ফেলে জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ক্রিকেট দল।
আজ শনিবার দুপুর দেড়টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।
শাই হোপের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ খেলবে আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ নিয়ে। অপরদিকে, ক্যারিবীয়রা খেলবেন নেপালের সঙ্গে টি-২০ ও ভারতের সঙ্গে টেস্ট সিরিজ হারের ধাক্কা নিয়ে।
আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে যাচ্ছেতাই পারফরমেন্স করেছে টাইগাররা। সিরিজের একটি ম্যাচেও পুরো ৫০ ওভার খেলতে পারেনি। শেষ দুই ওয়ানডেতে ৩০ ওভারের নীচে অলআউট হয় টাইগাররা।
আফগানিস্তানসহ গত বছরের নভেম্বর থেকে টানা চারটি সিরিজ হেরেছে বাংলাদেশ। এমনকি গত বছরের নভেম্বর থেকে ১৪ ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে জিতেছে টাইগাররা।
হতাশার মধ্যেও বাংলাদেশের জন্য স্বস্তির বিষয় হলো, সর্বশেষ চার সিরিজ বিদেশের মাটিতে হারলেও ঘরের মাঠে সর্বশেষ সিরিজে ঠিকই জিতেছিল বাংলাদেশ। ২০২৪ সালের মার্চে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এ সিরিজ জয় ক্যারিবিয়ানদের বিপক্ষে সাহস জোগাবে মিরাজ-তাসকিনদের।
আরেকটি পরিসংখ্যান আত্মবিশ্বাস যোগোবে বাংলাদেশকে। ২০২১ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল গত বছরের ডিসেম্বরে। সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। অ্যাওয়ে সফরে হোয়াইটওয়াশ হয়েছিলেন টাইগাররা। এবার ঘরের মাঠে খেলবেন।
আইসিসি র্যাংকিংয়ে বাংলাদেশ বর্তমানে ১০ নম্বরে। যদি ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে পারে ৩-০ ব্যবধানে, তাহলে র্যাংকিংয়ে ৯ নম্বরে চলে আসবে মিরাজবাহিনী।
২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশকে সর্বোচ্চ ৯ নম্বরে থাকতে হবে। সেটা ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে। এ সময় পর্যন্ত বাংলাদেশ আট সিরিজে ২৪ ওয়ানডে খেলবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার জন্য যে স্কোয়াড ঘোষণা করেছেন টিম ম্যানেজমেন্ট, সেখানে ফিরেছেন বাঁ হাতি ওপেনার সৌম্য সরকার। মিডল অর্ডার শক্তিশালী করতে মাইদুল ইসলাম অঙ্কন।
দুই দল এখন পর্যন্ত পরস্পরের বিপক্ষে ৪৭ ওয়ানডে খেলেছে। বাংলাদেশের জয় ২১ আর ওয়েস্ট ইন্ডিজের ২৪। দু’টিতে কোনো ফল হয়নি। সবচেয়ে বড় বিষয়, নিজেদের প্রিয় ওয়ানডে ফরম্যাটে মিরাজের নেতৃত্বে সর্বশেষ ১০ ওয়ানডের নয়টিতেই হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশ ওয়ানডে দল
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক) , তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও হাসান মাহমুদ।
বিডি-প্রতিদিন/বাজিত