রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে হাঙ্গেরির বুদাপেস্টে বৈঠকে বসতে পারেন। সফর এবং বৈঠকের সময়সূচি এখনো চূড়ান্ত না হলেও পুতিনের যাত্রাপথ নিয়ে আকাশসীমায় বড় বাধার সন্মুখীন হতে পারেন তিনি।
কারণ রাশিয়ার সব উড়োজাহাজের মতো পুতিনের প্রেন্সিডেন্সিয়াল উড়োজাহাজ ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ইইউ আকাশপথে নিষিদ্ধ। এই বিশেষ সংস্করণের ইলুশিন আইএল-৯৬ বিমানে রয়েছে চারটি ইঞ্জিন ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রও একই নিষেধাজ্ঞা বহাল রেখেছে।
তবে গত আগস্টে আলাস্কার অ্যানকোরেজে অনুষ্ঠিত বৈঠকের যোগ দেওয়ার সময় ওয়াশিংটন পুতিনের প্রেন্সিডেন্সিয়াল উড়োজাহাজকে বিশেষ অনুমতি দিয়েছিল।
বর্তমানে রাশিয়ার বিমান যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের(ইইউ) আকাশসীমায় নিষিদ্ধ। নিষেধাজ্ঞার মধ্যে পুতিনকে বুদাপেস্টে যেতে হলে ইইউ সদস্যভুক্ত কোনো দেশের ওপর দিয়ে উড়ে যাওয়ার জন্য বিশেষ অনুমতি নিতে হবে।
হাঙ্গেরি ইউরোপের স্থলবেষ্টিত দেশ হওয়ায় পুতিনের জন্য বুদাপেস্ট যাওয়া সহজ হবে না। তবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এর মতে, এখনো নিশ্চিত কিছু নয়, তবে বৈঠক ঘিরে দুই প্রেসিডেন্টের আগ্রহ স্পষ্ট।
অন্যদিকে ইইউ কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যেকোনও বৈঠককে তারা স্বাগত জানান। এক্ষেত্রে পুতিনের ভ্রমনে নিষেধাজ্ঞা নেই। শুধু সম্পদ জব্দ রয়েছে।
ফলে সদস্য রাষ্ট্র চাইলে আলাদাভাবে বিশেষ অনুমতি দিতে পারে। এছাড়াও ন্যাটোও বিষয়টি সংশ্লিষ্ট দেশগুলোর ওপর ছেড়ে দিয়েছে। ট্রাম্প এই আলোচনায় সম্পৃক্ত থাকায়, অনুমতির সম্ভাবনা রয়েছে বলেও ধারণা তাদের।
এদিকে বিশ্লেষকরা বলছেন, পুতিনের ইউক্রেন বা পোল্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এক্ষেত্রে কৃষ্ণসাগরের পূর্ব উপকূল ধরে তুরস্ক, তারপর বুলগেরিয়া হয়ে সার্বিয়া বা রোমানিয়ার মধ্য দিয়ে হাঙ্গেরিতে প্রবেশ সবচেয়ে বাস্তবসম্মত পথ হতে পারে বলে মনে করেন তারা।
তবে বুলগেরিয়া বা রোমানিয়া দুটিই ইইউ ও নাটোর সদস্য হওয়ায় আকাশসীমা ব্যবহারে তাদের সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান হলেন পুতিনের ইউরোপীয় ঘনিষ্ঠ মিত্র। ইতোমধ্যে বৈঠক নিয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার বুদাপেস্টের নাম ঘোষণার পরপরই তিনি পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। এরপর ফেসবুকে লেখেন, ‘প্রস্তুতি পুরোদমে চলছে।’
বিডি প্রতিদিন/কামাল