চট্টগ্রামের লোহাগাড়ায় অজ্ঞাত বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পুরাতন বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রামের মো. ফারুকের ছেলে মো. সোহেল (২৫) এবং চট্টগ্রামের ভূজপুরের জঙ্গলখৈয়া এলাকার আব্দুর রহমানের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক (১৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল চট্টগ্রাম শহরে ব্যবসা করতেন এবং দুই সন্তানের জনক ছিলেন। আবু বক্কর তার দোকানের কর্মচারী। বৃহস্পতিবার রাতে তারা চকরিয়া যাওয়ার পথে চট্টগ্রামগামী একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়।
দোহাজারী হাইওয়ে থানার এসআই রুহুল আমিন বলেন, মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের আবেদনের পর সুরতহাল শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল থানায় রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল