আগামী দুই থেকে তিন বছরের মধ্যে সরকারি সব প্রতিষ্ঠানকে নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনতে হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, নির্গমন কমানো মানে শুধু উৎপাদন নয়, দায়িত্বশীল ভোগও নিশ্চিত করতে হবে। সেই সাথে সকল খাতে পরিবেশবান্ধব কর্মকৌশল গ্রহণের ওপর জোর দেন তিনি।
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর ব্র্যাক সেন্টারে আন্তর্জাতিক সম্মেলন ‘রোড টু কপ-৩০ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবার সম্মেলনের মূল প্রতিপাত্য ছিল ‘এ ওয়াল্ড বিয়ন্ড ক্রাইসিস: ক্লাইমেট সলিউশনস দ্যাট ওয়ার্ক।’
পরিবেশ উপদেষ্টা বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় বিভিন্ন অঞ্চলে সবুজ অফিস ভবন নির্মাণ করতে স্থপতি ও প্রকৌশলীদের সহযোগিতা নেওয়া হচ্ছে। এতে জ্বালানি দক্ষ পরিবেশবান্ধব ভবনের মডেল তৈরি করা হচ্ছে। কিন্তু নির্গমন বাড়তেই থাকলে, প্রযুক্তি হস্তান্তর করে সমস্যার সমাধান করা যাবে না।
রিজওয়ানা হাসান বলেন, জাতীয় স্বার্থে অর্থনৈতিক কর্মকাণ্ড ও মানুষের জীবিকার সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এ লক্ষ্যে পরিবহন, কৃষি ও শিল্পসহ বিভিন্ন খাতে নির্গমন কমিয়ে আনতে হবে।
অভিযোজন প্রদক্ষেপকে গুরুত্ব দিয়ে উপকূলীয় বনায়ন, বৃষ্টির পানি সংরক্ষণ ছাড়াও পরিবেশ সহনশীলতা বাড়াতে আর্থিক ও প্রাযুক্তিক সহায়তার ওপর তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা।
সিপিডি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য খুশি কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ড. আইনুন নিশাতসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল