চাঁপাইনবাবগঞ্জে তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ইলা মিত্রের জন্মশতবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে শেষ হয়।
পৌর পার্কে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক। বিশেষ অতিথি ছিলেন নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর, লেখক ও গবেষক মিথুশিলাক মুর্মু, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিচিত্রা তিরকি ও হিংগু মুর্মু প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইলা মিত্র জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের সভাপতি বঙ্গপাল সরদার।
বক্তারা বলেন, ইলা মিত্র ছিলেন শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। আজও দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও কৃষক সমাজ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তারা জমির মালিক ও প্রভাবশালীদের নির্যাতন–নিপীড়নের শিকার হচ্ছে। বক্তারা আরও বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষক এখনো সেচের পানির অভাবে আত্মহত্যা করতে বাধ্য হন। এমনকি ফসল নষ্ট হলেও জমির মালিককে তাঁর অংশ বুঝিয়ে দিতে হয়, যা সামাজিক বৈষম্যেরই প্রতিফলন।
অনুষ্ঠানে ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করা হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল