কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের দইখাওয়ার চর বিওপির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও মদ জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে কুড়িগ্রামের রোলাকাটা এলাকা থেকে এই মালামাল জব্দ করা হয়।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৫০০ গজ ভেতরে রোলাকাটা এলাকা থেকে ভারত থেকে আনা চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
অভিযানে মোট ১৯৫০ কেজি ভারতীয় জিরা ও ৮৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এসবের পণ্যের মূল্য প্রায় ২০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা।
বিডি-প্রতিদিন/আশফাক