ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকাগামী দুটি যাত্রীবাহী বিমানকে জরুরি অবতরণ করতে হয়েছে ভারতের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে।
শনিবার বিকেলে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (দমদম বিমানবন্দর) কর্তৃপক্ষ।
সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে ঢাকাগামী দুটি ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট— একটি দিল্লি থেকে, অপরটি চেন্নাই থেকে— কলকাতার ‘এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)’ এর সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চায়। এরপর কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত অনুমতি দেয় এবং বিমান দুটি নিরাপদে অবতরণ করে।
দুইটি বিমান বর্তমানে বিমানবন্দরের ৪২ ও ৪৩ নম্বর রানওয়েতে অবস্থান করছে। সেখানে উপস্থিত বিমানবন্দর কর্মকর্তারা যাত্রীদের প্রয়োজনীয় জরুরি সহায়তা ও সেবার ব্যবস্থা নিয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই কলকাতা বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়। পরিস্থিতি বিবেচনায় ইন্ডিগোর ফ্লাইট দুটি বিকল্প অবতরণের জন্য কলকাতা বিমানবন্দরে পাঠানো হয়।
এদিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নেভাতে দমকল বাহিনীর একাধিক ইউনিট কাজ করছে। আগুনের কারণে সেখানে বিমান চলাচল আংশিকভাবে বিঘ্নিত হয়।
বিডি প্রতিদিন/আশিক