শিল্পাঞ্চল আশুলিয়ায় এক প্রসূতি শ্রমিকের মৃত্যুর ঘটনায় টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে শ্রমিকরা। শনিবার আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় একটি কারখানার সামনে অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গর্ভবতী অবস্থায় শ্রমিক তাজমিনা খাতুন ছুটি ও আর্থিক সহায়তা চেয়েছিলেন, কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায়। পরে সহকর্মীরা নিজেরা চাঁদা তুলে চিকিৎসার উদ্যোগ নিলে তাতেও বাধা দেয় কর্তৃপক্ষ।
শ্রমিকরা জানান, তাজমিনার মৃত্যুর সুষ্ঠু বিচারসহ ১১ দফা দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। অন্যদিকে, শ্রমিকদের আন্দোলনের কারণে কারখানা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার আশপাশে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাজমিনা খাতুন। তিনি নয়ারহাটের একটি কারখানায় কর্মরত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল