দিনাজপুরের ফুলবাড়ীতে আলোচিত সাব্বির হোসেন সবুজ (২৫) হত্যা মামলার রহস্য ২৩ দিন পর উন্মোচিত হয়েছে। পুলিশ জানিয়েছে, কাজের লোক কোদাল দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সবুজ রশিদপুর গ্রামের ইবনে সাউদ সরকারের ছেলে। তিনি বলেন, ২৩ সেপ্টেম্বর সবুজ নিখোঁজ হন। পরদিন ধান খেতের ডোবা থেকে মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়। আবদুর হামেদ ২৩ সেপ্টেম্বর জমির আগাছা পরিষ্কারের সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সবুজকে কোদাল দিয়ে আঘাত করেন হামেদ। সেখানেই তার মৃত্যু হয়। লাশ তিন টুকরো করে দুই টুকরো ডোবায় আর মাথা নলকুপের পাইপে ফেলেন হামেদ। রিমান্ডে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামেদ হত্যার কথা স্বীকার করেছেন।