আশুলিয়ার গিল্ডেন অ্যাক্টিভ ওয়্যার কারখানায় এক প্রসূতি শ্রমিকের মৃত্যুর ঘটনায় চতুর্থ দিনের মতো প্রতিবাদ সমাবেশ করছেন শ্রমিকরা। গতকাল সকাল থেকে ওই কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকরা। গত সোমবার ঢামেকে তাজমিনা মারা যান।
শ্রমিকরা জানান, তাজমিনার মৃত্যুর সুষ্ঠু বিচারসহ ১১ দফা দাবি মেনে নিতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। অন্যদিকে শ্রমিকদের কর্মবিরতি ও আন্দোলনের কারণে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করেছে। পরিস্থিতি বিবেচনায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।